আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশে এক নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছে।
গতকাল মঙ্গলবারের এ হামলার পর কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ মাসের পার্লামেন্ট নির্বাচনের আগে এ ধরনের হামলা আরো বাড়বে।
নির্বাচনী প্রচার শুরু হয় গত শুক্রবার থেকে। এরপর এটিই প্রথম আত্মঘাতী হামলা। এতে ৪০ জন আহত হয়। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি বলেন, আবদুল নাসির মোহাম্মদ নামের এক প্রার্থীর নির্বাচনী সমাবেশ চলাকালে বোমার বিস্ফোরণ ঘটে। প্রার্থী বেঁচে গেছেন বলে জানিয়েছেন তিনি। তবে গতকাল পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
আগামী ২০ অক্টোবরের পূর্বনির্ধারিত পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে সমাবেশটির আয়োজন করা হয়। তালেবান ও আইএসের পক্ষ থেকে অবশ্য জনগণকে নির্বাচন বয়কটের আহ্বান জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খগয়ানি বলেন, আবদেল নাসির মোমান্দ নামের এক এমপি প্রার্থীর সমর্থকদের সমাবেশে এই আত্মঘাতী এই হামলা চালানো হয়েছে। তবে ওই প্রার্থী বেঁচে আছেন। ওই সমাবেশে প্রায় ২৫০ মানুষ উপস্থিত ছিলেন বলেও জানান প্রাদেশিক গভর্নরের মুখপাত্র।
সাঈদ হুমায়ুন নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, সিনিয়র নেতাদের বক্তব্য চলাকালে হঠাৎ করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে আমি জ্ঞান হারাই। পরে চোখ খুলে চারপাশে বিক্ষিপ্ত অবস্থায় পড়ে থাকা লাশগুলো দেখতে পাই।