আগামী ৭ নভেম্বরের পর আর কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেল হত্যা দিবস উপলক্ষে শনিবার (০৩ নভেম্বর) ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আট তারিখ পর্যন্ত যেতে পারছি না, সাত তারিখে শেষ করব। নির্বাচনের তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসায় সাত তারিখের পরে আর কোনো সংলাপ হবে না।
সংলাপে বিএনপির অসন্তুষ্টি বিষয়ে তিনি বলেন, সবাই তো আর সন্তুষ্ট হবে না। আমরা দলনেতার (কামাল হোসেন) কথা বিবেচনায় নিচ্ছি। তিনি কিন্তু বলেছেন, ‘ভালো আলোচনা হয়েছে’। আমরা সেখানেই আপাতত থাকি।
কাদের আরো বলেন, গতকাল শুক্রবার বিকল্পধারার ওনারাও একই সুরে কথা বলেছেন। মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু তারা দ্বিমত করেননি। তাদের কিছু কিছু দাবি আমাদের নেত্রী মেনে নেওয়ার কথাও বলেছেন। যেগুলো সংবিধানের বাহিরে যাবে না, সেগুলো।
কাদের বলেন, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে নির্বাচন করতে চায় এবং নিবন্ধিত সব রাজনৈতিক দলের অংশগ্রহণও প্রত্যাশা করছে।