স্টাফ রিপোর্টারঃ পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আ. লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মকবুল হোসেনের নির্বাচনী জনসভা বৃহস্পতিবার বিকেলে হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। হান্ডিয়াল ইউনিয়ন আ. লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রবিউল করিম এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মকবুল হোসেন বলেন, এ সরকার আপনাদের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, সার কেলেঙ্কারি নেই, আপনার চারপাশে যত উন্নয়ন তার সবই জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন। তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আপনারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আগামী ৩০ ডিসেম্বর আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। সভায় বক্তব্য রাখেন, হান্ডিয়াল ইউনিয়ন আ. লীগের সাঃ সম্পাদক শাহ আলম প্রামাণিক, হান্ডিয়াল ইউনিয়ন আ. আলীগের সহসভাপতি নুরুল ইসলাম, চেয়ারম্যান কে, এম জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আঃ আলীম, সাবেক ছাত্রনেতা আতিক, অ্যাড. শাহ আলম, অ্যাড. সামসুদ্দিন খবির, আব্দুল হামিদ মাষ্টার প্রমুখ। বিশাল জনসভায় বাংলাদেশ আ. লীগের সকল সংগঠনের নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।