পাবনা জেলার কৃতি সন্তান সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত

Sohag Sheikh ৮ জানুয়ারী, ২০২০ দেশের খবর
img

এস এম আলম, পাবনা :: : পাবনা জেলার কৃতি সন্তান, দুদকের সাবেক কমিশনার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য, বীরমুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন চুপ্পু কে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত করা হয়েছে। দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে দলের দফতর সম্পাদক বিপ্লবব বড়–য়া গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
সাহাবুদ্দিন চুপ্পু কে বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত করার খবর যখন প্রচারিত হয় তখন তিনি পাবনা প্রেসক্লাবে অবস্থান করছিলেন। এদিকে সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত হওয়ায় ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান নতুন চোখ পত্রিকার প্রকাশক সাংবাদিক এস এম আলম । এসময় উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফসর শিবজিত নাগ, সাধারণ সম্পাদক আখিনুর ইসলাম রেমন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ ও পাবনা জেলা আওয়ামীলীগ এর সদস্যবৃন্দ। এ খবরে পাবনার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক ও শুভাকাংখিতদের মধ্যে আনন্দ দেখা দেয়।

সম্পর্কিত পোস্ট

আমাদের ফেইসবুক

রাশিফল

 • sagittarius

  মেষ

 • sagittarius

  বৃষ

 • sagittarius

  মিথুন

 • sagittarius

  কর্কট

 • sagittarius

  সিংহ

 • sagittarius

  কন্যা

 • sagittarius

  তুলা

 • sagittarius

  বৃশ্চিক

 • sagittarius

  মকর

 • sagittarius

  কুম্ভ

 • sagittarius

  মীন

 • sagittarius

  ধনু

 • মেষ (২১ জানুয়ারী-২৮ ফ্রেরুয়ারী)

  ব্যক্তিগত যোগাযোগ সাফল্যের দিগন্তে পৌঁছে দিতে পারে। দীর্ঘ দিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হতে পারে। প্রাণের মানুষ প্রাণের পরে পদাঘাত করতে পারে, সতর্ক থাকুন।আপনি সব ব্যথা সয়ে নিতে পারেন এটাও পারবেন।

 • বৃষ (২১ এপ্রিল-২১ মে)

  এসপ্তাহে হাতে যখন বেশ কিছু টাকা পয়সা আসবে তখন টাকাটা একটু কাজে লাগাবার চেষ্টা করুন। অতিথি, বন্ধু-বান্ধবের সঙ্গে মিলন ঘটবে। পরিবারের কেউ অসুস্থ হতে পারে।  মনের লেনাদেনা খারপ যাবেনা। 

 • মিথুন (২২ মে-২১ জুন)

  এসপ্তাহে আপনার দেহ মনের খবর ভাল। মনন চর্চায় নতুন উৎকর্ষে পৌঁছোবেন।

  পরিবার পরিজনের খোঁজ খবর রাখুন। সপ্তাহ জুড়ে ভাও যাবে সময়। 

   

   

 • কর্কট (২২ জুন-২২ জুলাই)

   

  খরচাটা একটু কমান। পূর্বের কোনো কর্মের ফল ভোগ করতে হতে পারে।। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। ছোট ভাইবোনের সঙ্গে সম্পর্ক ভালো যাবে। প্রয়োজনে তাদের সমর্থন ও সহযোগিতা পাবেন।

 • সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট)

   

  এসপ্তাহে টাকা পয়সা প্রাপ্তি আপনাকে উৎফুল্ল রাখবে। পরিবার বন্দু-বান্ধব উপকারে এগিয়ে আসবে। সাবধানে চলাচল করুন। একটু অসাবধানতার কারণে দুর্ঘটনায় পতিত হতে পারেন। 

 • কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)

  নতুন কাজে যুক্ত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কর্মক্ষেত্রে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে। সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। আয় উপার্জন বৃদ্ধির যোগ রয়েছে। 

 • তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)

  ধর্ম কর্মে মন নিবেশ হবে। ভাগ্যোন্নয়ণে প্রবীণ কারও দিকনির্দেশনা লাভ করতে পারেন। কর্মক্ষত্র থাকবে আপনার পক্ষে। বুঝে শুনে চললে ব্যবসা ভাল যাবে। 

 • বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর)

  কাজের চাপ বাড়বে। কাজ ফেলে না রেখে রুটিন অনুসারে করার চেষ্টা করুন।মানসিক চাপ পাত্তা দেবেন না। নিজেকে সংযত রাখুন, অন্যথায় সামাজিক বদনামের শিকার হতে পারেন। আনন্দময় সময় কাটানোরও সুযোগ পেতে পারেন।

 • মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)

  শরীর খুব একটা ভালো নাও যেতে পারে। আহারে বিহারে সাবধানতা অবলম্বন করুন। কোনো ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বাড়বে, বিতর্ক এড়িয়ে চলুন। 

 • কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

  দূরদর্শী চিন্তাভাবনা আপনাকে সতেজ ও প্রাণবন্ত রাখবে। গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত হতে পারেন।  সাময়িকভাবে শরীর কম ভালো যেতে পারে। 

 • মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

  আজ আপনার সেই ইচ্ছেটা  পূর্ণ হতে পারে। প্রেম ও দাম্পত্য বিষয়ে বোঝাপড়া সহজ হবে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে পারেন।  ব্যবসায়িক দিক ভালো যাবে।

 • ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)

  দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে। পারিবারিক সুখশান্তি বজায় থাকবে। কোনো বিষয়ে চুক্তি হতে পারে। কোনো ধরনের প্রতিযোগীতার সম্মুখীন হতে পারেন। বিশেষ কোনো দক্ষতার জন্য প্রশংসিত হতে পারেন।

পাঠক মতামত

আজকের প্রশ্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেছেন, করোনা মোকাবিলায় বিএনপি এখন সরকারের সহযোগী হবে। আপনিও কি তাই মনে করেন?
ভোট দিয়েছেন জন
হ্যাঁ
না
মন্তব্য নেই