তাড়াশ থেকে গোলাম মোস্তফা : সিরাজগঞ্জের তাড়াশে প্রবাহমান সরকারি খাল দখল করে ও আবাদি জমি কেটে পুকুর খনন করা হচ্ছে। ফলে ২০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তাড়াশ-ভুঁয়াগাতী আঞ্চলিক সড়কের ধানকুন্টি ব্রিজ এলাকায় মাধাইনগর ইউনিয়নের ওয়াশিন গ্রামের প্রভাবশালী ব্যক্তি নজরুল ইসলাম মুন্টু পুকুরটি খনন করছেন। কৃষক আক্কাছ আলী, খোরশেদ আলম, শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, ফারুক
হোসেন জানান, পানি প্রবাহের ঐ গুরুত্বপূর্ণ সরকারি খালটি ভরাট করা হলে সামান্য বৃষ্টিতেই ধাপ ওয়াশীন, সেরাজপুর কাস্তা, বেত্রাশীন, গুয়ারাখী, পৌষার,
ধানকুন্টিসহ কমপক্ষে ২৫টি গ্রামের ২০ হাজার হেক্টর আবাদি জমি জলাবদ্ধতার কবলে পড়বে। এদিকে নজরুল ইসলাম মুন্টু বলেন, সবকিছু ম্যানেজ করেই পুকুর খনন করা হচ্ছে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, কোন প্রভাবশালীই সরকারি খাল দখল করে ও আবাদি জমি কেটে করে পুকুর খনন করতে পারেন না। শিগগিরই ব্যবস্থা গ্রহন করা হবে।
১৮ এপ্রিল, ২০২১
১৩ এপ্রিল, ২০২১
১৩ এপ্রিল, ২০২১
২৯ মার্চ, ২০২১
২১ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২১
১৪ জুলাই, ২০১৬
১৩ জুলাই, ২০১৬
২৪ জুলাই, ২০১৬
১৪ জুলাই, ২০১৬
১ মার্চ, ২০১৭
৬ মার্চ, ২০১৭
১৯ ফেব্রুয়ারী, ২০১৭
২৫ জুলাই, ২০১৬
১৮ এপ্রিল, ২০২১
১৩ এপ্রিল, ২০২১
১৩ এপ্রিল, ২০২১
২৯ মার্চ, ২০২১
২১ মার্চ, ২০২১
১৭ মার্চ, ২০২১