স্টাফ রিপোর্টারঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে মিম আক্তার (২০) নামে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধুর স্বামী রাজিব হোসেন পলাতক। ৩ মে রবিবার রাত ৯ টায় ইউনিয়নের পাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দাম্পত্য কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। তবে নিহতের স্বজনদের অভিযোগ হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী আত্মগোপনে রয়েছেন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পাকপাড়া গ্রামের ছাদেক কাজীর ছেলে রাজিব হোসেন এর স্ত্রী মিম অাক্তার ৩ মে রবিবার রাত ৯ টায় শশুর বাড়ির নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। স্বামী রাজিব হোসেন মাঝে মাধ্যেই তার স্ত্রীকে বিভিন্ন ভাবে শারিরিক নির্যাতন করত। শাশুড়িও বিভিন্নভাবে অকথ্য ভাষায় গালা গালি ও ঝগড়া করত। এর জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। মিম অাক্তার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শোলারতাইড় গ্রামের ফরিদ হোসেনের মেয়ে। রাজিব ও মিম ঢাকায় এক গার্মেন্টসে কাজ করত। এরই মধ্যে দুজনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে, তারা দুজনে বিয়ে করে রাজিব তার নিজ গ্রামের পাকপাড়াতে নিয়ে অাসে। এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মোঃ মফিজুল হক বলেন, গতকাল রাতে ৯ টায় খবর পেয়ে, দ্রুত ঘটনার স্থলে গেলে বাড়ির লোকজন লাশ রেখেই পালিয়ে যায়। লাশ উদ্ধার করে পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট আসলে মুল রহস্য জানা যাবে। আজ সোমবার এ ব্যাপারে চাটমোহর থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।