পাবনার ঈশ্বরদী মুলাডুলির নিকরহাটা গ্রামের একটি আখ ক্ষেত হতে অর্ধগলিত আশিক (১৬) নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে পাবনা সদরের গাছপাড়া খাঁ পাড়া এলাকার অটোচালক আবুল কাশেমের ছেলে। গত ২৪ শে জুলাই সে নিখোঁজ ছিল। এব্যাপারে পাবনা সদর থানায় পরিবারের পক্ষ হতে জিডি করা হয়। অটো রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ও এলাকাবাসীরা ধারণা করছেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, সোমবার বিকালে নিকরহাটা গ্রামের জনৈক ব্যক্তি আখক্ষেতে ঘাস কাটতে গেলে লাশটি দেখতে পায়। পরে সে গ্রামপুলিশকে ঘটনা জানালে থানায় খবর দেয়া হয়। ঈশ্বরদী থানা পুলিশ সন্ধ্যা ৬টার দিকে মুলাডুলি ইউনিয়নের নিকরহাটা প্যারিস রোডের পাশের আখ ক্ষেত হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওসি আরো জানান, আশেপাশের এলাকায় কেউ নিখোঁজ কিনা খোঁজ করতে গিয়ে পাবনা সদর থানা সূত্রে ২৪ জুলাই নিখোঁজের বিষয়টি জানা যায়। নিহত আসিকের পরিবার এসে লাশ সনাক্ত করে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় আসিক মাঝে মাঝে বাবার অটোরিকশা চালাতো। ওইদিন অটোরিকশা নিয়ে সে বাড়ি হতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না এলে পরিবারের পক্ষ হতে সদর থানায় জিডি করা হয়। ঘাতকরা অটো রিকশার জন্য আসিককে খুন করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে। আসিকের ডান হাত কনুই হতে কাটা এবং পেটের ভুড়ি বের হওয়া অবস্থায় পাওয়া গেছে।