স্টাফ রিপোর্টারঃ পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে গলায় শাড়ি পেঁচিয়ে নববিবাহিতা পপি রাণী(১৮) আত্মহত্যা করেছে। সে ইউনিয়নের সরকার পাড়ার মংলা বাদ্যকরের মেয়ে। সোমবার ভোর সাড়ে ৫ টার সময় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মংলা বাদ্যকরের বড় ভাই ভোলা চন্দ্র বাদ্যকর বলেন, মেয়েটির ৭/৮ দিন আগে শাহজাদপুরের বেতকান্দি গ্রামের ভ্রম্র সূত্রধরের ছেলে রিপন সূত্রধরের সাথে বিয়ে হয়। গতকাল তারা স্বামী স্ত্রীসহ আটুরিতে বাপের বাড়িতে বেড়াতে এসেছিল। আজ ভোরে মেয়ে ভাপা পিঠা খেতে চাইলে জামাই (রিপন) হান্ডিয়াল বাজার থেকে ভাপা পিঠা নিয়া এসে ডাকাডাকি করলে ঘরের দরজা খোলেনি। পরে তার ডাকচিৎকারে আমরা সবাই উঠে জানালা দিয়ে দেখি ঘরের আড়ার(ডাব) সাথে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। কি কারনে মেয়েটি আত্মহত্যা করলো জানতে চাইলে ভোলা বাদ্যকর কোন সদউত্তর দিতে পারেনি। হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই আসলাম জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পপি রাণীর লাশ উদ্ধার করে তার সুরোত হাল রির্পোট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় চাটমোহর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।