‘পোকেমন গো’ গেইম ডাউনলোডের প্রলোভনে ব্যবহারকারীদের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিচ্ছে একদল সাইবার অপরাধী। গেইমটি ৬ জুলাই যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বাজারে আসার পরপরই জনপ্রিয়তা পায়। অন্যান্য দেশের গেইমাররা অনলাইন থেকে বিকল্প পদ্ধতিতে গেইমটি ডাউনলোড করার জন্য নিজেদের স্মার্টফোনে (এপিকে) ফরম্যাট ডাউনলোড ও ইনস্টল করছেন। তারই সুযোগ নিচ্ছে হ্যাকাররা। কিছু আইফোন ব্যবহারকারীর জন্য এই গেইমে সাইন ইন করতে তাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা 'সুবিধাজনক'। এর ফলে গেইমিং প্রতিষ্ঠানটি গেইমারদের ইমেইল পড়ার সুযোগ পায়। এর কারণ হচ্ছে, পোকিমন গো অ্যাপ ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে 'পুরোপুরি অ্যাকসেস' নিয়ে নেয়। যার মানে দাঁড়ায়, গেইমটি "ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টের প্রায় সব তথ্য দেখতে ও পরিবর্তন করতে পারে"। এর মধ্যে মেইলে অ্যাকসেসও অন্তর্ভূক্ত বলে জানিয়েছে গুগল। গেইমইটির ডেভেলাপার প্রতিষ্ঠান নিয়ানটিক সোমবার তাদের এই 'ভুল'-এর কথা স্বীকার করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এটি শুধু যথাসম্ভব কম তথ্য চায়, আর তা হচ্ছে- গেইমারের ইউনিক প্লেয়ার আইডি আর ইমেইল অ্যাড্রেস। কিন্তু "আইওএস-এ পোকিমন গো অ্যাকাউন্ট তৈরির প্রক্রিয়ায় ভুলক্রমে পুরোপুরি অ্যাকসেস চাওয়া হয়ে", দাবি প্রতিষ্ঠানটির।
ব্যক্তিগত তথ্যের এত বড় অ্যাকসেস ব্যবহার না করার অঙ্গীকার করেছে নিয়ানটিক। সেই সঙ্গে গেইমে ব্যবহারকারীর তথ্যের ক্ষেত্রে অনুমতি নেওয়ার প্রয়োজনীয়তা কমাতে একটি সংশোধন নিয়ে কাজ শুরুর কথাও জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক এই সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার ছাড়ার পর থেকে এ খবর প্রকাশের আগে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, এই গেইমটি অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইস মিলিয়ে ৭৫ লাখেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে