জাকির সেলিমঃ অনাদি কালের বহু ভাঙ্গা গড়া ইতিহাস বক্ষে ধারণ করে দিন বদলের পালায় পরিবর্তিত হয়ে, যে শহরটি মাথা উঁচু করে সবাইকে মাতৃস্নেহের ছায়াতলে আগলে রেখেছে। সেই আবার সবার প্রাণের শহর, প্রিয় শহর আমাদের চাটমোহর। এই শহরের উন্নয়ন চলছে, তৈরি হচ্ছে নতুন নতুন বহুতল ভবন বাণিজ্যিক কার্যালয়। খুব অল্প সময়ের মধ্যেই এই শহরের চেহারায় বেশ পরিবর্তন এসেছে। লাবণ্যময়ী হয়ে উঠেছে এর আপাদমস্তক ! উর্বর বুক জুড়ে সবুজের সমারোহ ! আমাদের রয়েছে গর্ব করার মত নিজস্ব ইতিহাস ঐতিহ্য, কৃষ্টি কালচার। বেশ কিছু প্রথিতযশা বরেণ্য প্রবাদ পুরুষের জন্মগ্রহনের মধ্যদিয়ে এই শহরটি পেয়েছে এক অনন্য উচ্চমান মর্যাদা। তাদের নন্দিত পদচিহ্ন আজও চাটমোহরের আকাশে উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বলে করছে। এই তিলোত্তমা শহরটিকে জঞ্জাল, সংকট ও সমস্যামুক্ত একটি চমৎকার বসবাসযোগ্য পরিবেশসমৃদ্ধ করতে সকলের সমভাবে নানামুখী চেষ্টা চালাতে হবে এবং সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে,সেদিকে সবার নজর রাখতে হবে। " সর্বগুণে গুণান্বিত হোক আমাদের স্বপ্নাবিষ্ট শহর " এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে এখানকার কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, রাজনীতিক, বুদ্ধিজীবী, মুক্তমনা লেখকসহ অনেকেই তাদের বুদ্ধিমত্তা বিনিয়োগ করছেন। কোন কিছু পাবার মোহে নয়। দেশ এখন ডিজিটালাইজেশন হয়েছে। বিশ্বায়ন যুগে আমরা বসবাস করছি। অবাদ তথ্যপ্রবাহের দ্বার উন্মোচিত হয়েছে। যেখানে জনপ্রিয়তার শীর্ষ ভূমিকা রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এর ফলে আমরা আশীর্বাদ হিসেবে পেয়েছি তীক্ষ্ণ ধারাল প্রতিভাশালী মুক্তমনা লেখক। এরা শুধু উন্নয়ন ও সম্ভবনার কথাই লিখছে না, তারা শিকড় থেকে তুলে ধরেছেন নীতি- নৈতিকতা,উচিত- অনুচিত.অত্যাচার-অনাচার, অভাব-অনটন, অন্যায়-অবিচার,দুর্ভোগ-দুর্নীতি। মুষ্টিমেয় দু'একজন অনিয়মকারী ও দুর্নীতিবীজ জনগোষ্ঠীর নীল দংশনে আমাদের তিলোত্তমা শহর ফিকে হয়ে যাক!! এটা নিশ্চিত কেউ চাইবেন না??? দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সু-লেখক রেজাউল করিম পলাশ-এর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে !! এটি শুধু আমাদের হতবাক করেনি, শঙ্কিত করেছে বটে!! সকল প্রতিবন্ধকতা রুখতে প্রয়োজন ঐক্যতান। লেখকগণ সক্রিয় আছেন বলেই দুর্নীতিবাজরা আজ আতঙ্কিত!! এই নগরীকে স্বপ্নের মত সুন্দর, বাসযোগ্য এবং আরামদায়ক করতে প্রত্যেক নাগরিকদের নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে। যে যার অবস্থান থেকে সেই দায়িত্বগুলো মনে প্রাণে পালন করলে আমাদের এই তিলোত্তমা প্রিয় শহর কোনোভাবে পিছিয়ে যেতে পারে না।। প্রাণ-মুখরিত মানুষগুলোর হৈ-চৈ আর ভালবাসার শহর। উৎসবের শহর। পরিচ্ছন্ন শহর গড়তে সবার আন্তরিক সহযোগিতাই হতে পারে সফলতার শক্তি।।।