আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে এই বলে হুঁশিয়ার করে দিয়েছে যে, যদি দেশটি উস্কানিমূলক তৎপরতা বন্ধ না করে তা হলে তারা পরমাণু হামলা করতে প্রস্তুত।
শনিবার বিবিসি জানিয়েছে, উত্তর কোরিয়া থেকে এই হুমকি দেওয়া হলো যখন দেশটি তাদের প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী পালন করছে।
উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের ১০৫তম জন্মবার্ষিকী ১৫ এপ্রিল। দিনটিকে তারা সূর্যের দিন হিসেবে পালন করে।
এ উপলক্ষে আজ রাজধানী পিয়ংইয়ংয়ে সামরিক প্যারেডের আয়োজন করা হয়। প্যারেড পরিদর্শনকালে অনেক উৎফুল্ল দেখা গেছে দেশটির নেতা কিম জং উনকে ।
আজ এই দিনটি উপলেক্ষে উত্তর কোরিয়া নতুন অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া নতুন অস্ত্রের পরীক্ষা চালালে তার জবাব যুক্তরাষ্ট্র সামরিকভাবে দেবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়ে বলেছে, উত্তর কোরিয়া যদি তাদের সিদ্ধান্ত থেকে না ফিরে আসে, তবে সমুচিত জবাব দেওয়া হবে।
এক্ষেত্রে চীন যদি সহযোগিতা করলে ভাল। তা না হলে যুক্তরাষ্ট্র একাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতিমধ্যে কোরীয় উপদ্বীপের পথে রয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী।
এ প্রসঙ্গে শুক্রবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আশঙ্কা প্রকাশ করে বলেন, উত্তর কোরিয়াকে ঘিরে যে উত্তেজনা চলছে তাতে যে কোনো সংঘাতের সৃষ্টি হতে পারে।
তিনি আরো বলেন, সম্ভাব্য এ যুদ্ধে কোনো পক্ষই জয়ী হবে না এবং যারা এ সংঘর্ষকে উস্কে দিচ্ছে তাদের চড়া মূল্য দিতে হবে।